ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু নিহত
ফাইল ছবি
ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ শিমুল (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে শহরের আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ শিমুল শহরের আরাপপুর চানপাড়া এলাকার আনোয়ারুলের ছেলে। সে রংধনু কিন্ডার গার্ডেনের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সকালে শিমুল বাইসাইকেল চালিয়ে সদর উপজেলার দুর্গাপুর গ্রামের নানা বাড়িতে যায়। বিকেলে সেখান থেকে ফেরার পথে আড়ুয়াকান্দি নামক এলাকায় আসলে পিছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিমুল।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম