ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৩ আগস্ট ২০২২

নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩২) ও তার স্ত্রী জিনিয়া খাতুন (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশের একটি জমিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের কাজ করছিলেন এক ব্যক্তি। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে মাটি বহনের ট্রাক্টর অতিক্রম করতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।

নিহতের চাচাতো ভাই আসাদুল বলেন, তারা রাজশাহীতে থেকে ব্যবসা করতেন। জিনিয়া খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।

আব্বাস আলী/আরএইচ/এএসএম