ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু
ফাইল ছবি
সাতক্ষীরার দেবহাটায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৪)। তিনি দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের পিয়ার আলীর ছেলে।
আবুল কালামের চাচা আনছার আলী জানান, ভোরের দিকে সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভ্যানে আখের বোঝা তোলার জন্য দাঁড়িয়েছিলেন আবুল কালাম। এ সময় কালীগঞ্জ আসা থেকে সাতক্ষীরাগামী একটি খালি ট্রাক ভ্যানে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আইনুদ্দিন বিষয়টি নিশ্চিত জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।
আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান