ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৭ আগস্ট ২০২২

নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুসরাত হিয়া মনি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তর আরাজী চড়াইখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু নুসরাত হিয়া ওই এলাকার নুরুজ্জামান আলী শাহর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, নুরুজ্জামান আলীর বসতবাড়ির রান্নাঘরে বসানো একটি সেচ পাম্প দিয়ে পুকুর থেকে পানি তোলা হচ্ছিল। সেচ পাম্পের সংযোগ তারে লিকেজ হলে পুরো ঘর বিদ্যুৎতায়িত হয়ে যায়। এ সময় শিশুটি ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউপ বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জিকেএস