ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে মুরগি-ডিমের দোকানে অভিযান

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৮ আগস্ট ২০২২

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে পটুয়াখালীতে মুরগি ও ডিমের দোকানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।

পটুয়াখালীতে মুরগি-ডিমের দোকানে অভিযান

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরই সারাদেশের মতো পটুয়াখালীর বাজারেও নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে বিক্রেতারা। বৃহস্পতিবার শহরের নিউমার্কেট এলাকায় মুরগি ও ডিমের দোকানে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/জেআইএম