বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত
ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের রুপচন্দ্রপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাথী (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত সাথী কলেজ শেষে সিএনজিতে করে তারাকান্দার নিজ বাড়িতে ফিরছিলেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের শম্ভুগঞ্জ রূপচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের বাস ময়মনসিংহ-শেরপুর সড়কের শম্ভুগঞ্জ রূপচন্দ্রপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাউল করিম খোকন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ