কুয়াকাটা সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর পর্যটক মাহবুবুর রহমান পারভেজের (২৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সৈকতে জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার পশ্চিমে তার মরদেহ ঢেউয়ের তোরে তীরে চলে আসে। পরে জেলেদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেন।
মাহবুবুর রহমান ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেল। তিনি ঢাকার একটি কওমি মাদরাসার শিক্ষক ছিলেন।
ট্যুরিস্ট পুলিশের (কুয়াকাটা জোন) পরিদর্শক হাসনাইন পারভেজ জাগো নিউজকে জানান, সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হন। তার সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালায়। তিন ঘণ্টা পর জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার পশ্চিমে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, রোববার সকালে চার বন্ধুসহ রায়েরবাগ থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন মাহবুবুর রহমান। দুপুর ১টার দিকে তারা সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরের মধ্যে চলে যান মাহবুবুর ও তার বন্ধু আমির। তাৎক্ষণিকভাবে পাশে থাকা অন্য তিন পর্যটক আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হন পারভেজ।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম