কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মাহবুবুর রহমান পারভেজ (২৯) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
রোববার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিখোঁজ মাহবুবুর রহমান রাজধানীর কদমতলীর বাসিন্দা। তার গ্রামের বাড়ি পাবনায়।
খোঁজ নিয়ে জানা যায়, একসঙ্গে চারজন বন্ধু সৈকতের জিরো পয়েন্টে গোসল করতে নামেন। কিছু সময় পরে মাহবুবসহ দুই বন্ধুকে স্রোতে গভীরে চলে যাচ্ছিলেন। সাফিন নামের আরেক বন্ধু একজনকে উদ্ধার করতে পারলেও মাহবুব পানিতে তলিয়ে যান।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জাগো নিউজকে বলেন, সৈকতে গোসলে নেমে একজনকে খুঁজে পাচ্ছে না এমন খবরে ট্যুরিস্ট পুলিশের টহল টিম ঘটনাস্থলে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
খেপুপাড়া ফায়ারসার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস জাগো নিউজকে বলেন, ট্যুরিস্ট পুলিশের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক সৈকতে চলে আসি। আমাদের টিম, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছি। পটুয়াখালী থেকে ডুবুরি দল আসতে। তারা এলে গভীর সমুদ্রে খোঁজখুঁজি করতে পারবো।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম