ছুরি দিয়ে শাসাতে গিয়ে স্ত্রীকে হত্যা
পুলিশের হাতে গ্রেফতার মাকসুদ কাজী খোকন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ভয় দেখাতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে খুন হন আসমা আক্তার (৩০) নামের এক গৃহবধূ। ঘরে মরদেহে রেখে বাইরে তালা দিয়ে পালিয়ে যানে স্বামী মাকসুদ কাজী খোকন। গ্রেফতারের পর পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।
সোমবার (২২ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) ড. এ এইচ এম কামরুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, ২০ আগস্ট উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের একটি তালাবদ্ধ ঘর থেকে পচা গন্ধ ভেসে এলে আশপাশের বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ঘরের তালা ভেঙে আসমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আসমার মা অজুফা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। খোকন একাধিক বিয়ে করেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার গাজিরচর এলাকার বাসিন্দা।
খোকনের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, তারা দুজন ওই আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ভাড়া থাকতেন। ১৬ আগস্ট রাতে আসমা ও তার স্বামী খোকনের ঝগড়া হয়। এ সময় খোকন ছুরি দিয়ে আসমাকে ভয় দেখাতে যান। এক পর্যায়ে অসাবধানতাবশত ছুরিটি আসমার পেটে ঢুকে যায়। এতে আসমার মৃত্যু হয়। পরে ভয়ে ঘরের বাইরে তালা দিয়ে খোকন পালিয়ে যান।
তিনি আরও বলেন, খোকন প্রথমে বরিশাল পরে নারায়ণগঞ্জ পালিয়ে ছিলেন। রোববার (২১ আগস্ট) তিনি চট্টগ্রাম চলে যান। অভিযান চালিয়ে পুলিশ তাকে রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে। খোকনকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
কাজল কায়েস/এসজে/এমএস