নোয়াখালীতে ডাকাতির মালামালসহ গ্রেফতার ৪
নোয়াখালীর চাটখিলে বিয়ে বাড়িতে ডাকাতির মালামালসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার শহীদুল ইসলাম।
গ্রেফতাররা হলেন- চাটখিল উপজেলার পশ্চিম পরকোট গ্রামের মৃত নূর মিয়া পাটোয়ারীর ছেলে ফরজ আলী জাহাঙ্গীর (৪৪), লক্ষ্মীপুর সদরের উত্তর মজিপুর গ্রামের নুর আলমের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), রামগঞ্জ উপজেলার আইয়ে নগর গ্রামের আবু তাহেরের ছেলে মো. কামাল হোসেন (৩২) ও একই উপজেলার ডুমরিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের মো. মহসিন (৪৯)।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, চারটি কার্তুজ, একটি লোহার তৈরি তালা ভাঙার কোড়াবাড়ি, একটি গ্রিল কাটার, একটি স্টিলের চাপাতি, একটি বড় ছোরা, দুটি মোবাইল সেট ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গত ১৮ আগস্ট চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে ইতালি প্রবাসী আমিন ভিলায় বিয়ের আয়োজন চলছিল। সেই রাতে ৮-১০ জনের ডাকাতদল ঘরের গ্রিল কেটে দরজা ভেঙে অস্ত্রেরমুখে বাড়ির লোকজনকে জিম্মি করে আট ভরি স্বর্ণালঙ্কার, ১৩ ভরি রূপার গহনা, আটটি মোবাইল সেট ও নগদ সাড়ে চার লাখ টাকা লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে নোয়াখালীর চাটখিল, বেগমগঞ্জ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা, লক্ষ্মীপুরসহ নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা ডাকাতির বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছ। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম