ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে লোকসানের আশঙ্কায় কাঁচামরিচ আমদানি বন্ধ

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৭ আগস্ট ২০২২

দিনাজপুরের হিলিতে দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। এখানে কেজিপ্রতি ৩০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে কাঁচামরিচ। এদিকে লোকসানের আশঙ্কায় বৃহস্পতিবার থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে।

কাস্টমস সূত্র জানায়, ৬-২৪ আগস্ট পর্যন্ত ৬৬১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। গত বুধবার এক ট্রাকে ৮ টন মরিচ আমদানি হলেও বৃহস্পতিবার থেকে কোনো মরিচ আমদানি হয়নি।

এদিকে হিলি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিন আগে ২৫০ টাকায় বিক্রি হওয়া দেশি কাঁচামরিচ এখন ৩০ টাকায় বিক্রয় হচ্ছে। ভারতীয় কাঁচামরিচ ২৮-২৯ টাকায় বিক্রয় হচ্ছে।

বাজারে কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ভালো হয়েছে। এতে মোকামগুলোতে কাঁচামরিচের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। দেশি কাঁচামরিচের সরবরাহ বাড়ায় আমদানি বন্ধ থাকলেও এর প্রভাব পড়েনি বাজারে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আলতাফ হোসেন বলেন, দেশের বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বাড়ায় দাম ৩০-৪০ টাকায় নেমে এসেছে। এমন অবস্থায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, গত ১০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়ে যায়। দেশের বাজারে কাঁচামরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেন সরকার। দীর্ঘ দিন বন্ধ থাকার পর ৬ আগস্ট কাঁচামরিচ আমদানি শুরু হয়। বর্তমানে দেশের বাজারে দেশি কাঁচামরিচের দাম কম হওয়ায় আমদানি করে লোকসান গুনতে হচ্ছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম