এ বছর শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজবেই: এমপি হারুন
সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ।
এ সংসদ সদস্য বলেন, আজ দেশের খেটে খাওয়া মানুষের দিন চলে না। এ জালেম সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষার জন্য সবাইকে জেগে উঠতে হবে। ২০২২ সালে শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজবেই বাজবে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশ কর্তৃক ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে দিনাজপুর সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
হারুন উর রশিদ বলেন, পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন বাংলাদেশের সাথে ভারতের স্বামী-স্ত্রীর সম্পর্ক। এ কথা বলার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ভারতের গোলামী করার জন্যই কি দেশ স্বাধীন করেছিলাম। দেশে গুম ও হত্যার রাজনীতি বন্ধ করতে হবে।
সদর উপজেলা বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এবং দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক, রংপুর বিভাগের আরেক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হীরা।
এমদাদুল হক মিলন/এসজে/জেআইএম