ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে হোস্টেল সুপারের অপসারণ দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৮ আগস্ট ২০২২

সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের হোস্টেল সুপার ডা. রফিকুল আলমের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে স্কুল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

এসময় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের তৃতীয় বর্ষের ছাত্র মেজবাউল কাউসার, সাগর দাস, মতিয়ার, সৈকত, ইমরান, সুমাইয়া খাতুন, হানিফা খাতুন ও জ্যোতি প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হোস্টেল সুপার ডা. রফিকুল আলম জুলুমবাদ, নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত হোস্টেল সুপারকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

তারা আরও বলেন, হোস্টেল সুপার ডা. রফিকুল আলম রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বিভাগের মৌখিক পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে ছাত্রীদের প্রলুব্ধ করতেন। তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে ছাত্রীদের বিভিন্ন কায়দায় যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করতেন। এসব ঘটনার প্রতিকার না পেয়ে অনেকে প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন।

এ বিষয়ে অভিযুক্ত হোস্টেল সুপার ডা. রফিকুল আলম বলেন, একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আমার বিরুদ্ধে মাঠে নামিয়েছে। যে অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে সেটি সত্য নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

এ বিষয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ আকিকুন নাহার বলেন, হোস্টেল সুপার ডা. রফিকুল আলম বিরুদ্ধে শিক্ষার্থীরা আমার কাছে অভিযোগ করেছেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/