বাগেরহাটে ঘের থেকে চিংড়িচাষির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি ঘের থেকে সত্য মল্লিক (৬০) নামে এক চিংড়ি চাষির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে চিতলমারী উপজেলার খাসেরহাট ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের ওই চিংড়ি চাষির নিজ ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, চিংড়ি চাষি সত্য মল্লিক প্রতিদিন নিজ চিংড়ি ঘের পহারা দেয়। সকালে স্থানীয় লোকজন ঘেরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়রা ধারণা করছেন চিংড়ি ঘের থেকে মাছ চুরির সময় দুর্বৃত্তদের দেখে ফেলায় সত্য মল্লিককে হত্যা করা হতে পারে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজকে জানান, চিংড়ি ঘেরে মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এই খুনের ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু হরেছে।
শওকত আলী বাবু /এমজেড/আরএস