ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আবারও ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার ঝুমন দাস

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ১০:৪৯ এএম, ৩১ আগস্ট ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াগাও গ্রামের সেই ঝুমন দাসকে আবারও গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকালে ঝুমন দাসের গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা আমিনুল ইসলাম।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ায় শাল্লা থানার এসআই সুমনুর রহমান বাদী হয়ে ঝুমন দাসের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) শাল্লার নোয়াগাঁওয়ের ঝুমন দাশকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে নিয়ে যায়। পরে ঝুমনকে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়।

এর আগে ফেসবুকে হেফাজতে ইসলামের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হককে সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেফতার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ। সাড়ে ৬ মাসের অধিক সময় কারাবন্দি থাকার পর ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন ঝুমন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের এই গ্রামে তাণ্ডব চালায় হেফাজত অনুসারীরা।

লিপসন আহমেদ/এফএ/জেআইএম