ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দীর্ঘদিন ধরে শুন্য সাপাহার ইউএনওর পদ

প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার পদ দীর্ঘ দিন থেকে শুন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে দুটি পদই খালি হওয়ায় উপজেলাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন তেমনি প্রশাসনিক কাজেও স্থবিরতা দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্তব্যরত ইউনুছ আলী গত ২০০২ সালের ২৩ জানুয়ারি অন্যত্র বদলি হয়ে গেলে পদটি শুন্য হয়ে পড়ে। ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পরিচালনা করতেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত ২০১৫ সালের ১৫ অক্টোবর উপজেলা নির্বাহী র্কমকর্তা রুহুল আমিন মিঞা অন্যত্র বদলি হয়ে গেলেও এখন পর্যন্ত পদটি শুন্য রয়েছে।

গত ১৪ বছরেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা না থাকায় উপজেলার ছয়টি ইউনিয়নে ভূমি উন্নয়ন কাজে বহু নামজারি বা জমাখরচ করতে ভোগান্তিতে পড়তে হয় উপজেলাবাসীকে।

ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ দিন ধরে উপজেলায় এসিল্যান্ড না থাকায় এ অফিসের এক সপ্তাহের কাজের জন্য মাসের পর মাস ঘুরতে হচ্ছে। এদিকে গত প্রায় পাঁচ মাস থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজও বেশ স্থবির হয়ে পড়েছে। ভূমি জটিলতা কাজে এসে অবিলম্বে উপজেলাবাসী এ উপজেলায় গুরুত্বপূর্ণ দুটি পদে প্রশাসনিক কর্মকর্তা দিয়ে উপজেলাবাসীর সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
 
নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জাগো নিউজকে জানান, সাপাহারে দুটি জনগুরুত্বপূর্ণ পদে দ্রুত কর্মকর্তা দেয়ার জন্যে ইত্যেমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে।

আব্বাস আলী/এমজেড/এমএস