ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফটিকছড়িতে যুবতীর রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

ফটিকছড়িতে স্বামী পরিত্যক্তা এক যুবতীর রহস্যময় মৃত্যু হয়েছে। শুক্রবার লাশ উদ্ধার ও ময়নাতদন্ত করা না করা নিয়ে সারাদিন লঙ্কাকাণ্ড হয়েছে ফটিকছড়ি জুড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৫টায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া হামজারটিলা এলাকার গোলাফুর রহমানের মেয়ে শাহিনুর আকতার শান্তা (২০)। শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন তার রুমে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।

দুপুর ১টার দিকে তার আত্মীয়রা ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেয়। সেখানে শান্তার লাশ ময়নাতদন্ত করা না করা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক লঙ্কাকাণ্ড ঘটে। পরে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. সৈয়দুল আলম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্র আরো জানায়, শান্তার সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হলে গত দুই আড়াই বছর ধরে সে বাপের বাড়ি হামজারটিলার ওই বাসাতেই থাকত। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে প্রতিবেশিরা ধারণা করছে।

ফটিকছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সৈয়দুল আলম বলেন, শান্তার লাশ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জীবন মুছা/জেএইচ