ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের বোদায় খেলার সময় পুকুরে ডুবে মাহফুজুর রহমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে এ টটনা ঘটে। নিহত মাহফুজ প্রধানপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাহফুজুর প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশেই খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের ধারে গেলে পানিতে পড়ে যায়। এর প্রায় দুই ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা ভসমান অবস্থায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসক স্বপন কুমার রায় তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ বলেন, পুকুরে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সফিকুল আলম/এএইচ/জেআইএম