জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার-তামার তারসহ গ্রেফতার ৭
বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমারের তামার তারসহ গ্রেফতাররা
জয়পুরহাটে সেচ পাম্পে সংযুক্ত বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমারের তামার তারসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
গ্রেফতাররা হলেন- জয়পুরহাটের বিনোইল গ্রামের ছাইদুর রহমান (৪৫), বেগুনগ্রামের আব্দুল জলিল (৩৫), কোমলগাড়ী গ্রামের শাহ আলম (২৫), কয়তাহার গ্রামের ফারুক হোসেন (২৬) গাইবান্ধার পুইয়াগাড়ী গ্রামের আব্দুল বারিক (৪০), গুইয়াগাড়ী গ্রামের মিস্টন সোনার (২৫), বগুড়ার বিহার সোনারপাড়া গ্রামের মোত্তালেব (২৩)।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, চোরচক্র দীর্ঘ দিন ধরে জয়পুরহাটসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের বাণিজ্যিক সেচ পাম্পের মিটার ও ট্রান্সফরমার চুরি করে গ্রাহকদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এমন অভিযোগে অভিযান চালিয়ে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার কয়েলের তামার তারসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রাশেদুজ্জামান/এসজে/এএসএম