প্রতিবন্ধী যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
র্যাবের হাতে গ্রেফতার দুজন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় খোরশেদ আলম সাগর নামে এক প্রতিবন্ধী যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৪ সেপ্টেম্বর) সকালে র্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- বেগমগঞ্জ উপজেলার রেজ্জাকপুরের মধ্যমনি গ্রামের টিক্কা মিয়া চৌকিদার বাড়ির ইসমাইল ফকিরের ছেলে মো. জসিম উদ্দিন রাজু (৪৫) ও সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে মো. দুলাল (৪৮)।
র্যাব কর্মকর্তা বলেন, ভুক্তভোগী খোরশেদ আলম সাগর একজন বুদ্ধি প্রতিবন্ধী। অসহায়ত্বের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। বিষয়টি নোয়াখালী র্যাবকে জানানোর পর শনিবার গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সাগরকে উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে সাগরকে অপহরণ করে মুক্তিপণ দাবির বিষয়টি স্বীকার করেছেন। ভুক্তভোগীসহ তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সাগরের মা বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, আটকদের অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে। মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস