সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও ৩ বিএনপি নেতা গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি ও জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানার ছোট ভাই এনামুল হক পারভেজ।
এর আগে বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ৭ পুলিশসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামি করে ১১০ নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মুক্তি দাবি করেন তিনি।
সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার দাস জানান, বিএনপির আরও ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্বৈত নাগরিকত্ব: বিতর্ক পেরিয়ে অবশেষে ভোটের মাঠে বিএনপির মিন্টু
- ২ রোল ২২ থেকে ২, সাফল্য দেখে যেতে পারলো না শিশু আয়েশা
- ৩ বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন বিএনপির তিন বারের সংসদ সদস্য
- ৪ কনকনে শীতের রাতে রাখাইন পাড়ায় কম্বল নিয়ে হাজির ইউএনও-এসিল্যান্ড
- ৫ সাতক্ষীরায় ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা