ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি | শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে দ্বিজরাজ ঘোষ নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রেলওয়ে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দ্বিজরাজ ঘোষ ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের পশ্চিম জাম্বুরা এলাকার রাসিক ঘোষের ছেলে। পুলিশের ধারনা কেউ তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।

jagonews24

পুলিশ ও স্থানীয়রা জানান, খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের কাছে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে ভারতীয় নাগরিক সনদ, ড্রাইভিং লাইসেন্স ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে খোয়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/জিকেএস