ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধানক্ষেতে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের বোদায় ধানক্ষেতে জমে থাকায় পানিতে ডুবে শোয়ায়েব (৫) নামের এক প্রতিবন্ধী শিশু মারা গেছে। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূজারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শোয়ায়েব ওই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মত দুপুরের শোয়ায়েব বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে সে সড়কের পাশের একটি ধানক্ষেতে নামে। পরে ধানক্ষেতে জমে থাকা পানিতে ডুবে মারা যায় পরে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সফিকুল আলম/আরএইচ/জিকেএস