ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে অবরোধ শেষে মোটরসাইকেল জ্বালিয়ে দিলো ইউপিডিএফ

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গুইমারা উপজেলা সংগঠক অংথোই মারমা প্রকাশ আগুন হত্যার প্রতিবাদে পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ।

অবরোধ শেষ হওয়ার পাঁচ ঘণ্টা পর রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গুইমারার বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ইউপিডিএফের (প্রসীত খিসা) সশস্ত্র সন্ত্রাসীরা।

তারা মোটরসাইকেল চালকদের লক্ষ্য করে চার-পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় সন্ত্রাসীদের তাণ্ডবে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

jagonews24

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়। অন্যটির আংশিক পুড়ে যায়।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে এক ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

jagonews24

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাইল্যাছড়ি, যৌথ খামার ও বুদংপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে খাগড়াছড়ির গুইমারার দেওয়ানপাড়ায় প্রতিপক্ষের গুলিতে খুন হন প্রসীত খিসা সমর্থিত ইউপিডিএফের গুইমারা উপজেলা সংগঠক অংথোয়াই মারমা প্রকাশ আগুন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস