নোয়াখালীতে ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
ফাইল ছবি
নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মিজানুর রহমান বাবু (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিজানুর সেনবাগ দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, রোববার বিকেল ৪টার দিকে মিজানুর রহমান বাড়ি থেকে বের হন। সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে পুকুর সংলগ্ন ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জাগো নিউজকে বলেন, উদ্ধারের সময় ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজনও মৃত্যুর সঠিক কারণ বলতে পারেননি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম