পঞ্চগড়ে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু
প্রতীকী ছবি
পঞ্চগড়ে বাড়ির পাশের খালে জমে থাকা পানিতে পড়ে তামিলা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা এবং বাড়ির পাশের পুকুরে ডুবে লুৎফা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া ও দুপুরের পর উপজেলা সদরের হাড়িভাসা ঝুলিপাড়া গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
নিহত তামিলা বেওয়া পঞ্চগড় ডোকরোপাড়া এলাকার শনিবুল্লাহর স্ত্রী এবং লুৎফা বেগম হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়ার নওফেল আলীর মেয়ে। লুৎফা বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বৃদ্ধা তামিলা বেওয়া বাড়ির পাশের একটি দোকানে যেতে বের হন। এসময় পাশের খালে জমে থাকা খালে পড়ে তিনি অচেতন হয়ে যান। স্থানীয় এক শিশুর চিৎকারে পরিবারের লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুপুরের দিকে মৃগী রোগী লুৎফা বেগমকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকেন প্রতিবেশীরা। এসময় পুকুর থেকে ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুকুরের ধার দিয়ে চলাচলের সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পানিতে তলিয়ে গেছেন বলে ধারণা পরিবারের সদস্যদের।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পানিতে পড়ে দুই নারীর মৃত্যুর ঘটনায় সদর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।।
সফিকুল আলম/এমআরআর/এএসএম