ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে কাশ্মীরি ছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে খুশবু মঞ্জুর (১৯) নামের কাশ্মীরি এক মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুশবু মঞ্জুর কাশ্মীরের মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে। তিনি ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি শাহজাদপুরে স্ট্যাডি ট্যুরে গিয়ে দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ।

শাহজাদপুর পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবুসহ ৪৩ জন শিক্ষার্থী ও সাত শিক্ষক দুদিনের স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে যায়। দুপুরে খাবার শেষে খুশবু ৪ তলা ভবনের ছাদে উঠেন।

এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে দুপুর ২টা ৪০ মিনিটে তাকে এখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, দুর্ঘটনার কারণ পুলিশ ক্ষতিয়ে দেখছে।

আরএইচ/জিকেএস