সিরাজগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মাটিকোড়া গ্রামের শাহীন ও তার বাবা আফছার আলী, পাশের শিবপুর গ্রামের আপন দুই ভাই শাহআলম ও মোন্নাফ এবং তাদের প্রতিবেশী শমসের আলী।
সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ জাগো নিউজকে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আমার ইউনিয়নের মাটিকোড়া গ্রামে কৃষকরা মাঠে ধানক্ষেত পরিচর্যা করছিলেন। আকাশে হঠাৎ মেঘ দেখা দিলে ১৩ জন একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে সাতজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এরই মধ্যে সবগুল মরদেহ উদ্ধার করছেন।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্বৈত নাগরিকত্ব: বিতর্ক পেরিয়ে অবশেষে ভোটের মাঠে বিএনপির মিন্টু
- ২ রোল ২২ থেকে ২, সাফল্য দেখে যেতে পারলো না শিশু আয়েশা
- ৩ বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন বিএনপির তিন বারের সংসদ সদস্য
- ৪ কনকনে শীতের রাতে রাখাইন পাড়ায় কম্বল নিয়ে হাজির ইউএনও-এসিল্যান্ড
- ৫ সাতক্ষীরায় ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা