কুমিল্লায় আগুনে পুড়ে দুই প্রতিবন্ধী ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি
কুমিল্লার লালমাইতে আগুনে পুড়ে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইউব জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার দত্তপুর গ্রামের মৃত আমান মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী মো. শাহজাহান (২৭) ও শারীরিক প্রতিবন্ধী সোহাগ মিয়া (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে মানসিক প্রতিবন্ধী শাহজাহান হঠাৎ করে তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে তার শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই সোহাগকে আগুনে নিক্ষেপ করেন। এরপর তিনি নিজেও আগুনে ঝাঁপ দেন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। এতে আগুনে বসতঘর পুড়ে যায় এবং ওই দুই ভাইও মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য দুই ভাইয়ের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রাতেই নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
জাহিদ পাটোয়ারী/এমআরআর/জেআইএম