ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিজ এলাকায় শাহ মোয়াজ্জেমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২

সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিজ এলাকা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জানাজা শেষে মরদেহের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এরআগে শাহ মোয়াজ্জেমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটোয়ারী।

নিজ এলাকায় শাহ মোয়াজ্জেমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

গার্ড অব অনার শেষে শাহ মোয়াজ্জেম হোসেনের দীর্ঘদিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন প্রমুখ।

পরে মরদেহ রাজধানী ঢাকার গুলশানের উদ্দেশ্যে নেওয়া হয়।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম