ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আমরা আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি: বদিউল আলম মজুমদার

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২

আমরা আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। একই সঙ্গে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাগেরহাটের মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ শীর্ষক নাগরিক সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) মোংলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ নাগরিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার।

সুজন সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশন যে রোডম্যাপ তৈরি করেছে বর্তমান প্রেক্ষাপটে এ রোডম্যাপটা হলো আরেকটি ব্যর্থ নির্বাচনের রোডম্যাপ। কারণ নির্বাচন কমিশনারের ওপর আস্থা নেই। তারা যেসব কর্মকাণ্ড করছেন এটির ওপরও আস্থা নেই। একই সঙ্গে তারা ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করছেন। তার ওপরও কোনো আস্থা নেই। দলীয় সরকারের অধীনে গত যে দুটি নির্বাচন হয়েছে তা ব্যর্থ হয়েছে। তারপরও আবার আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘দেশের ইতিহাসে ১১টির মধ্যে চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সেই নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে। আর দুটি নির্বাচন হয়েছে, সেগুলো একতরফা নির্বাচন। ওগুলো কোনো নির্বাচন না, যেখানে কোনো বিকল্প থাকে না। আর পাঁচটি নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে। গত দুটি নির্বাচনসহ এসব নির্বাচনে যারা ক্ষমতায় ছিল, তারাই ক্ষমতায় এসেছেন। এগুলো ব্যর্থ নির্বাচন।’

সুজনের এ সম্পাদক আরও বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাংবিধানিকভাবে যদি ক্ষমতা বদল হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা যদি রুদ্ধ হয় তাহলে অশান্তির মাধ্যমে ক্ষমতার রদবদল হবে। এটা কারও জন্যই মঙ্গলজনক হবে না। এমনকী এটা নির্বাচন কমিশনারের জন্যও মঙ্গল বয়ে আনবে না। আমরা ভালো অবস্থাতে নেই। আমরা চরম ঝুঁকির মধ্যেই আছি দুর্ভাগ্যবশত।’

মোংলা সুজনের সভাপতি ফ্রান্সিস সুদান হালদারের সভাপতিত্ব সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএনের সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন, সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, দ্য হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত, সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ প্রমুখ।

আবু হোসাইন সুমন/এসআর/এএসএম