এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, দুই শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা
ফাইল ছবি
ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে দুই শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ জরিমানা করেন।
দুই শিক্ষক হলেন- উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮)ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬)।
এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায় একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল সরবরাহ করছেন। তাৎক্ষণিক প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আতিকুর রহমান/এসজে/এএসএম