ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে ফের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ১১:২৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

ময়মনসিংহে একই রেললাইনে আবারও বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

raill my

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। ফলে ঢাকাগামী হাওর এক্সপ্রেস শ্যামগঞ্জ ও জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলস্টেশনে দাঁড়িয়ে আছে।

এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি একই লাইনে লাইনচ্যুত হয়। পরে আড়াই ঘণ্টা চেষ্টার পর ট্রেন যোগাযোগ সচল হয়।

মঞ্জুরুল ইসলাম/এসজে/এমএস