বগি লাইনচ্যুত, ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনার যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
বলাকা ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ময়মনসিংহ মহানগরীর পালপাড়া বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি পালপাড়া বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন ডাকা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হবে।

মঞ্জুরুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।