ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে গাছ বিক্রিকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় একজন নিহত

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

রাঙ্গামাটির বিলাইছড়িতে সেগুন বাগানের গাছ বিক্রি এবং কাটা নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। তার নাম ইব্রাহিম আকন (৫৫)। তিনি কেংড়াছড়ি বাজার এলাকার মৃত লাল মোহাম্মদ আকনের ছেলে বলে জানা গেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে মিন্টু মিয়া নামের একজনের কাছে ১০০ সেগুন গাছ বিক্রি করেন ইব্রাহিম আকন। তারই পরিপ্রেক্ষিতে রোববার দুপুর ১২টার দিকে বাগানের একপাশের ১০০টি সেগুন গাছ চিহ্নিত করে দেন ইব্রাহিম। কিন্তুু মিন্টু মিয়া বলে সেগুলো নেবেন না বলে জানান। তিনি বাগানের মোটা মোটা গাছগুলো নিতে চান।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, এক পর্যায়ে মারামারি বেধে যায়। মিন্টুর সঙ্গে থাকা আরও দুজনসহ তিনজন মিলে ইব্রাহিমকে বেদম প্রহার করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, সেগুন বাগানে গাছ কাটাকে কেন্দ্র করে দুপুরে উভয়পক্ষের মারামারিতে ইব্রাহিম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস