জাহাজ থেকে লুট হওয়া ৮০ টন সার উদ্ধার, গ্রেফতার ৯
যশোরের নওয়াপাড়া নৌবন্দরে নোঙর করা দুটি লাইটার জাহাজ থেকে লুট হওয়া ৮০ টন ডিএপি সার উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। সেইসঙ্গে এ ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোম ও মঙ্গলবার পাঁচ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার।
গ্রেফতাররা হলেন- যশোরের অভয়নগর উপজেলার সোহাগ হোসেন (৩০), হুমায়ুন কবির (৩৫), তরিকুল ইসলাম (২৫), ঝালকাঠির রাজাপুর উপজেলার অনিমেষ শিকদার (৩৫), খুলনার পাইকগাছা উপজেলার ভূপাল সরকার (২৭), পিরোজপুরের ফয়সাল মোরশেদ সজীব (৩০), ঝাটকাঠির লিখন সরকার (৩৯), আক্কাছ আলী শিকদার (৪২) এবং বাগেরহাটের মোংলা উপজেলার পারভেজ আহম্মেদ রাজু (২৭)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের ভর্তুকি দেওয়া ডিএপি সার আমদানির দরপত্র পায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি চিন থেকে ১৩০০ মেট্রিক টন ডিএপি সার আমদানি করে। মংলা বন্দরে সার খালাসের পর তা দুইটি লাইটার জাহাজের মাধ্যমে যশোর নওয়াপাড়া নৌবন্দরে আনা হয়। গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে বন্দরে নোঙ্গর করা লাইটার জাহাজ থেকে কর্মীদের সহায়তায় অজ্ঞাতপরিচয় চোরেরা ১২০ টন সার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভয়নগর থানায় মামলা করা হয়।
রূপন কুমার সরকার বলেন, মামলার পর সার উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে তদন্ত শুরু করে ডিবি পুলিশ। এরপর দুইদিনে যশোরের নওয়াপাড়া, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ ও ঝিনাইদহে অভিযান চালিয়ে চুরি হওয়া ১২০ টন সারের মধ্যে ৮০ টন উদ্ধার করা হয়। এসময় জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মিলন রহমান/এমআরআর/এএসএম