ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাপ্তাইয়ে অটোরিকশায় চাঁদের গাড়ির ধাক্কা, আহত ৩

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সিএনজিচালিত অটোরিকশায় বেপরোয়া গতির চাঁদের গাড়ির ধাক্কায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শীলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই নতুন বাজার থেকে চট্টগ্রাম অভিমুখে বেপরোয়া গতিতে ছেড়ে আসা দুটি চাঁদের গাড়ি শীলছড়ি এলাকায় পৌঁছালে একটি অপরটিকে ওভারটেকের চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে একটি চাঁদের গাড়ি ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়িটি সড়কের একপাশে গিয়ে উল্টে যায়।

এতে চাঁদের গাড়ির চালক সোহেল, অটোরিকশাচালক মো. মফিজ উদ্দীনসহ তিনজন আহত হন। পরে তাদের কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ সদস্য সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা আহতদের উপজেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বেপরোয়া গতির চাঁদের গাড়ির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার শিকার চাঁদের গাড়ি দুটি কাপ্তাই থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান এ ইউপি সদস্য।

সাইফুল উদ্দীন/এমআরআর/জিকেএস