ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০২:২২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শুড়শুড়ি বাজারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দী এলাকার শওকত আলীর ছেলে।

ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গত ২০ দিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন মনিরুল ইসলাম। দেশ ফিরেই নতুন বাড়ি নির্মাণের কাজ করছিলেন তিনি।

শুক্রবার সকালে নির্মানাধীন ওই বাড়িতে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আল-মামুন সাগর/এমকেআর/জিকেএস