বান্দরবানে শিশুকে যৌন নির্যাতনের দায়ে যাবজ্জীবন
পুলিশ হেফাজতে আদালতে নেওয়া হয় শফিউল আলমকে
বান্দরবানে দুই বছরের শিশুকে যৌন নির্যাতনের দায়ে শফিউল আলম (৪৪) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সফিউল আলম কক্সবাজার ভারুয়াখালী চৌধুরী পাড়া এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিং থুয়াই মারমা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
নয়ন চক্রবর্তী/এসজে/এমএস