মেহেরপুরে পুলিশ ফাঁড়ির কাছে সড়কে গাছ ফেলে ডাকাতি
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-করমদী সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আড়াইটা পর্যন্ত এই ডাকাতি চলে। এসময় সড়কটি দিয়ে চলাচলকারী ২০-২৫ পথচারী ডাকাতির শিকার হন।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সরোয়ার।
তিনি বলেন, গাংনী উপজেলার বামন্দী-করমদী সড়কের দেবীপুর মাঠের মধ্যে পুলিশ বক্সের পাশেই একটি কাঁঠাল গাছ ফেলে সড়ক অবরোধ করে ১০/১২ জনের একটি ডাকাত দল। পথচারীদের আটকে রেখে টাকাসহ অন্য সামগ্রী ছিনিয়ে নিয়েছে তারা। পরে বামন্দী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ২০-২৫ পথচারী ডাকাতির কবলে পড়লেও এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
আসিফ ইকবাল/এমআরআর/জেআইএম