ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফের বিরুদ্ধে আরো দুটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার দায়ের হওয়া এ দুটি মামলার একটি করা হয়েছে তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায়। অপর মামলাটিতে লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেন বাদী হয়ে মামলা দুটি করেছেন।

মঙ্গলবার মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন আদালত।

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের হওয়া মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন। পরে এ ব্যাপারে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।

রাষ্টদ্রোহের অভিযোগে মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রনি কুমার দে সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি বিকৃতির অপরাধে এম এ লতিফের বিরুদ্ধে ১২৪/এ ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। আদালত পরে এ ব্যাপারে আদেশ দেবেন।

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে এরআগে এমএ লতিফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির একটি মামলা হয়েছে। আজকের দুই মামলা নিয়ে লতিফের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়ালো তিনে।

জীবন মুছা/এনএফ/পিআর

আরও পড়ুন