ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিরামপুরে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২

দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মমতাজ হোসেন (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর পৌর শহরের বেগমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মমতাজ হোসেন পৌর শহরের বেগমপুর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পার্বতীপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান জিয়া বলেন, মমতাজ হোসেন দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। সকালে বাড়ির অদূরে একাই ঘুরতে গিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি নিহত হন।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস