ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ওসির সামনে সাংবাদিককে পেটালো যুবলীগ নেতা

প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

বগুড়ার ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর কক্ষে স্থানীয় এক সাংবাদিককে মারপিট করেছে যুবলীগ নেতা। মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারমান সুজাউদ্দোলা রিপন সাংবাদিককে মারপিট করেন। মারপিটে আহত সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা দৈনিক সমকাল এর ধুনট উপজেলা প্রতিনিধি।

জানা গেছে, ধুনটে বাঙ্গালী নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করছে যুবলীগ নেতা রিপন। এনিয়ে দৈনিক সমকাল পত্রিকা ও কয়েকটি অনলাইন সংস্থায় প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদ প্রকাশ হলে ক্ষিপ্ত হন রিপন। এর জের ধরে মঙ্গলবার দুপুরে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চানন্দ সরকারের উপিস্থিতিতে তার কক্ষে গিয়াস উদ্দিন টিক্কাকে দেখা মাত্রই কিলঘুষি মারা শুরু করেন তিনি। এসময় ইমন ও কায়েস নামের অপর দুই সাংবাদিক টিক্কাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মারপিটের শিকার টিক্কা জানান, ওসির সামনে এই হামলার ঘটনা ঘটলেও তিনি বাধা না দিয়ে উল্টো যুবলীগ নেতাকে বাড়ি পাঠিয়ে দেন। তিনি এ ব্যাপারে পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চানন্দ সরকার জানান, সাংবাদিক ও নেতার মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এসময় সাংবাদিক টিক্কা মাটিতে পড়ে যায়। তবে গুরুতর আহত হননি।

বিষয়টি জানতে যুবলীগ নেতা রিপনের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে তা বন্ধ পাওয়া গেছে। উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক বনি আমীন মিন্টুর মোবাইলও খোলা ছিলো না। বক্তব্য নিতে শেষে যোগাযোগ করা হয় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঙ্গে। তিনি ঘটনাটি জানেননা দাবি করে বলেন, বিষয়টি খোঁজ খবর করে ব্যবস্থা নিবেন।

লিমন/ এমএএস/এবিএস