ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০২ অক্টোবর ২০২২

মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২ অক্টোবর) সকাল থেকে ছেড়ে দূরপাল্লার কোনো পরিবহন। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, শনিবার কুষ্টিয়ার এক মালিকের সঙ্গে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। সে দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া থেকে মেহেরপুরের সব বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

maher1

রাফিউল নামের এক যাত্রী জানান, ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। সকালে কুষ্টিয়া হয়ে ঢাকা যাওয়ার টিকিট কাটা ছিল। এখনে এসে জানতে পারি মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না।

রোজিনা খাতুন নামের আরেক যাত্রী বলেন, সকালে কুষ্টিয়া যাওয়ার কথা। এ জন্য কোমরপুর গ্রাম থেকে মেহেরপুরে আসি। টিকিট কাটতে গিয়ে জানতে পারি মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কোনো বাস চলছে না।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস