বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে বাসের ধাক্কা, দেড় ঘণ্টা পর যান চলাচল
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক
বঙ্গবন্ধু সেতুতে সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন আহত হয়েছেন। এ সময় সেতুর এক লেনে দেড় ঘণ্টা ও আরেক লেনে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সেতুর ৩৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেতুর পূর্বপাড় পর্যন্ত যানজট তৈরি হয়।
বুধবার (৫ অক্টোবর) সকালে সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে সেতুর ৩৭ নম্বর পিলারের কাছে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকাগামী লেন দিয়ে উদ্ধারকারী ক্রেন ঢোকায় সেটিও বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। উদ্ধারকাজের জন্য ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন দেড় ঘণ্টা ও উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী লেন আধঘণ্টা বন্ধ ছিল। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এসজে/জেআইএম