ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় নাগরদোলা ছিঁড়ে তিনজন আহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৬ অক্টোবর ২০২২

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলায় নাগরদোলা ছিঁড়ে পড়ে তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইউম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসানো নাগরদোলায় তেমন লোক সমাগম ছিল না। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘূর্ণায়মান নাগরদোলাটির একটি বক্স ছিঁড়ে মাটিতে পড়ে। এতে তিনজন আহত হন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম