মাছ ধরতে বাল্কহেডের নিচে ডুব, পরে মিললো মরদেহ
সিরাজগঞ্জের যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বাল্কহেডের নিচে তলিয়ে সিরাজ সেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে নদীর পুরাতন জেলখানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজ শেষ সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর মহল্লার মৃত গফুর সেখের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজ ও তার এক বন্ধু সকাল থেকে যমুনা নদীতে মাছ ধরছিলেন। এক পর্যায়ে ডুব দিয়ে বাল্কহেডের নিচে গেলে আর বের হতে পারেননি। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সদস্য আবু বক্কর সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিরাজ শেখকে উদ্ধার করি। পরে তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএইচ/এএসএম