ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দ্বার খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৯ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত তৃতীয় শীতলক্ষ্যা সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের নামে সেতুটির নামকরণ করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এ সেতুটি উদ্বোধন করবেন।

সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার দুই পাড়ের বাসিন্দাদের মাঝে বইছে উৎসবের আমেজ। তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে সেতুর মধ্য দিয়ে। অবশেষে এক হতে যাচ্ছে সদর ও বন্দরের মেলবন্ধন।

দ্বার খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর

ইতোমধ্যে সেতুর প্রবেশ পথে মঞ্চ তৈরি করা হয়েছে। সেই সঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মঞ্চ পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক হাজার ২৩৪ দশমিক ৫০ মিটার দীর্ঘ ৬ লেনের এ সেতুতে স্থানীয় ধীরগতির যান চলাচলের জন্য ২টি লেন রাখা হয়েছে। সেতুর দুই পাশের রেলিং ঘেঁষে রয়েছে ফুটপাত। পায়ে হেঁটেও পাড়ি দেওয়া যাবে এ সেতু। অবকাঠামো নির্মাণ শেষে সেতু খুলে দিতে এখন চলছে অ্যাপ্রোচ সড়কের খুঁটিনাটি কাজ। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৬০৮ কোটি ৫৬ লাখ টাকা।

দ্বার খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর

স্থানীয়রা জানান, বন্দর উপজেলার কলাগাছিয়া, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দ্রুত শহরে পৌঁছাতে পারবেন এ সেতুর মাধ্যমে। এছাড়া নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন এ সেতু ব্যবহার করে দ্রুত সময়ে বন্দর দিয়ে উঠে যেতে পারবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ফলে চাপ কমে আসবে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এবং আদমজী সড়কের ওপর।

শুধু তাই নয়, এ সেতুর কারণে নারায়ণগঞ্জের ওপর দিয়ে মুন্সিগঞ্জের সঙ্গে বাণিজ্য আরও সহজ হয়ে উঠবে। মুন্সিগঞ্জ সদর থেকে এতদিন মুক্তারপুর সেতু পেরিয়ে পরিবহনগুলো পঞ্চবটি, চাষাঢ়া, লিংকরোড ঘুরে চট্টগ্রাম মহাসড়কে উঠতো। সেই পথ এখন কমে আসবে এ সেতুর কারণে। বর্তমানে মুন্সিগঞ্জের পরিবহনগুলো মুক্তারপুর সেতু থেকে নেমেই দ্রুত সময়ে উঠে যাবে এই শীতলক্ষ্যা তৃতীয় সেতুতে। এরপর মদনপুর থেকে সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারবে যানবাহনগুলো।

দ্বার খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর

বন্দরের কলাগাছিয়া এলাকার বাসিন্দা রিপন সরকার বলেন, সেতু খুলে দিলে মালবাহী যানবাহনের অনেক সুবিধা হবে। ঘণ্টার পর ঘণ্টা বসে না থেকে দ্রুত যাতায়াত করতে পারবে। এ সেতুর কারণে কত সুবিধা হবে সেটি ভাষায় প্রকাশ করা যাবে না।

শহরের দেওভোগ এলাকার বাসিন্দা কাউসার বলেন, শহরের মাঝে সেতু হলে আমাদের যাতায়াতে সুবিধা হতো। ওই সেতুর কারণে পারাপার জনিত সুবিধা না পেলেও অন্যান্য অনেক সুবিধা হবে আমাদের। এ সেতুর পাশাপাশি নবীগঞ্জ হাজীগঞ্জ ঘাট এলাকায় একটা সেতুর হলে পারাপার করা মানুষের বেশি উপকার হবে।

দ্বার খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর

বন্দর উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ জাগো নিউজকে বলেন, বন্দরবাসীর অনেক দিনের প্রত্যাশা এ সেতু। এটা বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের অনেকদিনের স্বপ্ন ছিল এ সেতু নির্মাণ। তিনি যতবারই সংসদ সদস্য হয়েছেন ততবারই চেষ্টা করেছেন এ সেতুটা যেন নির্মাণ করা হয়। এ সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে আমরা বন্দরের প্রত্যেকটা মানুষ উৎফুল্ল। আমরা সবাই মিলে একত্রিত হয়ে এ আনন্দকে উদযাপন করবো।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম