নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে নিখোঁজের চারদিন পর মাটিচাপা দেওয়া হাফিজুর রহমান নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কেষ্টপুর গ্রামের বিলের ধার থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিলে মাছ ধরতে গিয়ে হাফিজুরের মোবাইল পড়ে থাকতে দেখে স্থানীরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে মাটিচাপা দেওয়া অবস্থায় তার অর্ধ-গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে গত বুধবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন হাফিজুর। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাকে মাথায় ও পিঠে ধারালো অস্ত্র গিয়ে কুপিয়ে হত্যা করে সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত সেটি প্রাথমিক ভাবে জানা যায়নি।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে ঠেলে দিলো বিএসএফ
- ২ তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি-মাত্রা বেড়েছে
- ৩ খালেদা জিয়ার মনোনয়নপত্র হাতে পেলো বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটি
- ৪ বিএনপি সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল ও আছে: মির্জা ফখরুল
- ৫ বিএনপি নেতাকর্মীদের অবরোধ, তৃতীয় দফায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন বন্ধ