ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিস্ফোরণে দেবে গেছে সড়ক

প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে ভূগর্ভস্থ গ্যাস লাইনে বিস্ফোরণের কারণে আধা কিলোমিটার পাকা সড়ক দেবে গেছে। নগরীর পাহাড়তলী সাগরিকা এলাকায় বিকেল ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে সড়কটির কালভার্ট ও নালার বিভিন্ন স্লাপ উপড়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিরাপত্তার স্বার্থে বর্তমানে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সদস্য, পুলিশ ও দমকল বাহিনীর সদস্য অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ বিস্ফোরণে সাগরিকার মোড় থেকে হাক্কানী মসজিদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক দেবে যায়। এতে সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) আব্দুল্লাহ আল মামুন সংবাদ মাধ্যমকে বলেন, ‘সড়কের নিচ দিয়ে যাওয়া ভূগর্ভস্থ গ্যাসের সঞ্চালন লাইন ফল্ট করে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধান ও লাইন মেরামতে আমাদের লোক কাজ করছেন।

জীবন মুছা/একে/বিএ